আরবান ডেস্ক : ব্যাংকার্স সিলেকশন কমিটি সোনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেডের ২০১৮ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (প্রকৌশল-মেকানিক্যাল)’–এর ৭টি শূন্যপদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এ ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। ‘সিনিয়র অফিসার-(প্রকৌশল-মেকানিক্যাল)’–এর ৭টি শূন্যপদে গত ২০ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭, ৮ ও ৯ ডিসেম্বর। এ তিন দিন বেলা ২টায় মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি এবং তাদের অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে যে যে কাগজ জমা দিতে হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।