পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার আদিত্য।

আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক শোভন রায় ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই শোভন রায় চেয়ারম্যান এবং অন্যান্য বিভাগের শিক্ষকদের নিয়ে নবীন সাজে সজ্জিত শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। তারপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে কেক কেটে কার্যক্রম শুরু করেন। পরে উপস্থিত শিক্ষাথীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।