মোস্তাক আহমেদ খান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (২১ মার্চ ) সরিস্তলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। সরিস্তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, যারা নির্বাচনে আসবে তারা গনতন্ত্রে বিশ্বাস করে, যারা নির্বাচনে আসবে না তারা গনতন্ত্রে বিশ্বাস করে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের ফসল ভালো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকায় ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১৮-সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া পারভীন খানম মনি, পূর্বধলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন সরকার, বিশকাকুনী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান তালুকদার মোশাররফ, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসনাত জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম তালুকদার, জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত) শাহনাজ পারভীন, বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আহনাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।