মোস্তাক আহমেদ খান : পূর্বধলার মেঘশিমূল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল ইসলামের ছেলে মোঃ রাজিবুল ইসলাম রাজিব (২৮) গুরুতর আহত হয়। আজ (৩ জানুয়ারি) রবিবার বিকাল সাড়ে ৩টার সময় পূর্বধলার রাজপাড়া এলাকায় রাস্তা দিয়ে হাটার সময় ইঞ্জিন চালিত হেনট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর দিয়ে চালিয়ে দিলে এ দূর্ঘটনা ঘটে । পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে পরর্বর্তীতে অবস্থা খুবই আশংকাজনক দেখা দিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।