Home বিবিধ মুন্সীগঞ্জে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মানুষের ভোগান্তির কারণ হয়েছে ৪ টি বাঁশের সাঁকো

মুন্সীগঞ্জে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মানুষের ভোগান্তির কারণ হয়েছে ৪ টি বাঁশের সাঁকো

মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্র‌তি‌নি‌ধি : মুন্সীগঞ্জে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ৫ টি গ্রামের মানুষের ভোগান্তির কারণ হয়েছে ৪ টি বাঁশের সাঁকো প্রতিদিনের এমন ভোগান্তিতে পড়েছে ইউনিয়নটির গাব্বার ঢালী কান্দি,চর সেরজাবাদ, চর ছোট কেওয়ার, মোল্লাবাড়ী ও খাস মোল্লাকান্দীসহ দুটি সরকারী গুচ্ছ গ্রামের বাসিন্দারা। ৫ টি গ্রামে জন সংখ্যা রয়েছে প্রায় ৮ হাজার। অপরদিকে দুটি গুচ্ছগ্রামে পরিবার রয়েছে ৮৬ টি।
যারা সবাই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় হচ্ছে ৪ টি বাঁশের সাঁকো দিয়ে। ৪ টি সাঁকোর মধ্যে রজত রেখা নদী উপরে সবচে বড় সাঁকো, পরে রয়েছে মোল্লাবাড়ীতে একটি, চর সেরজাবাদ একটি ও সেরজাবাদ শনিবাড়ী অপর একটি মোট ৪ টি সাঁকো। প্রতিদিন এই সাঁকো গুলো দিয়ে নারী, শিশু পুরুষের পাশাপাশি স্কুল, কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পাড়াপাড় হতে হয়। শুধু তাই নয় এ গ্রাম গুলোর সাথে সড়ক পথে মুন্সীগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন। মুন্সীগঞ্জ শহরে আসতে হলে বাঁশের সাঁকো দিয়ে রজত রেখা নদী পাড় হয়ে পাশ্ববর্তী উপজেলা টঙ্গিবাড়ীর আলদি বাজার হয়ে আসতে হয়। এ যেন আলোর নিচে এক অন্ধকার জগত।
স্থানীয় খাস মোল্লাকান্দী গ্রামের হাজী মোঃ উজির আলী বলেন, জন্মের পর থেকে আমাদের যাতায়াতের প্রদান ভরসা এই বাঁশের সাঁকোগুলো।আমার বয়স এখন ৫৫ আজ পর্যন্ত ৪ টি সাঁকোর একটিও ব্রিজে রুপান্তর হলোনা। সরকারের পর সরকার বদল হলো তবে আমাদের গ্রাম গুলোর মানুষের ভাগ্যের উন্নয়ন হলো না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় জেলা প্রশাসককে বদলির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলামকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ সময় বক্তারা দাবি করেন,...

পূর্বধলায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মানের অভিযোগ

মো: জায়েজুল ইসলাম : নেত্রকোণার পূর্বধলায় বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী বাজার হতে সরিস্তলা বাজার পর্যন্ত নির্মানাধীন সড়কটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে।...

গলায় ফাঁস দিয়ে শাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

আরবান ডেস্ক: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে এ...

মদনে হাওরে নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ১৭ জনের মৃত্যু ও একজন নিখোঁজ

শহীদুল ইসলাম, মদন প্রতিনিধি : নেত্রকোণার মদন পর্যটন কেন্দ্র উচিতপুরে নৌকা ডুবির ঘটনায় ১৭ জন নিহত হয়েছে, নিখোঁজ ১।নেত্রকোণার মদন উপজেলায় পর্যটন...

মতামত

Print Friendly, PDF & Email