শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায় ২১(মার্চ) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে বারসিক এর উদ্যোগে জলবায়ু ও হাওরের দুর্যোগ খাদ্য নিরাপত্তা নিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এক প্রস্তুতি শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরিন ও সঞ্চালনায় ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ,উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ ও প্রাণিসম্পদ কর্মকর্তা অমিত শাহ।
এ সময় হাওরের কৃষক কৃষাণী সাংবাদিক স্থানীয় সরকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাধঁ আগাম বন্যা ফসল হানি সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের সুপারিশ তুলে ধরেন।