মদনে দলিল লেখক সমিতির সভাপতি রিপন সাধারণ সম্পাদক গণি

0
126

শহীদুল ইসলাম, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার দলিল লেখক সমিতির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গত মঙ্গলবার দলিল লেখক সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের নিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা বিষয়ের উপর আলোচনা করা হয়। এ সময় দলিল লেখক সমিতির উপদেষ্টা মোঃ রহিছ উদ্দিন ও আবু হান্নান সভাপতি হিসাবে বর্তমান আহবায়ক আল মামুন রিপন ও সাধারণ সম্পাদক হিসাবে আঃ গণির নাম প্রস্তাব করলে উপস্থিত সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি সম্পাদক মনোনীত করা হয়। মনোনীত হওয়া সভাপতি আল মামুন রিপন এ প্রতিনিধিকে বলেন, আমাকে আগামী ২০২২-২০২৪ পর্যন্ত সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে। আমি দলিল লেখক সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক আঃ গণি জানান, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়ায় লেখক সমিতির সকল সদস্য সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন সভাপতিকে নিয়ে যাতে সংগঠনের সবার মতামতের ভিত্তিতে আমাদের যে দাবী দাবা আছে সেই বিষয় বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here