মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি : শাহজালাল ও শাহপারান রহ: মাজার জিয়ারত করেন বিডিসি ক্রাইম বার্তা পরিবার। আজ ২৭ ই এপ্রিল (বুধবার ) ১১টা ৫১ মিনিটে শাহজালাল ও শাহপরান রহ: মাজার জিয়ারত করেন বিডিসি ক্রাইম বার্তা পরিবার। বিডিসি ক্রাইম বার্তা পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক ও প্রকাশক মোঃ ফয়সাল হাওলাদার, মুন্সীগঞ্জ ভিডিও নিউজ এডিটর মোঃ লিটন মাহমুদ, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শাহ আলাম, সিলেট বিভাগীয় প্রধান মোঃ সোহরাব আলী, বিডিসি ক্রাইম বার্তা সিলেট জেলা প্রতিনিধি মোঃ রমজান আলী, সিলেট মানবাধিকার কর্মী মোঃ সোহাগ মিয়া, মানবাধিকার কর্মী মোঃ জমশেদ আলী,প্রমুখ।
বিডিসি ক্রাইম বার্তা পরিবার আজ সকালবেলা ৫টা ২৫ মিনিটে সিলেট পৌছান। বিডিসি ক্রাইম বার্তা পরিবার দুপুর তিন ঘটিকা পর্যন্ত সেখানে অবস্থান করনে। সেখানেে মিলাদ মাহফিল, যোহরের ও আসরের নামাজ আদায় করেন ।