আরবান ডেস্ক : মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ওই প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঐ অজ্ঞাত পরিচয় প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, রাবেয়া পরিবহন নামের একটি বাস শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে রাস্তায় উঠছিল। এই সময় ঐ প্রতিবন্ধী নারী চলন্ত বাসের পিছনের চাকার নিচে মাথা ঢুকিয়ে দেন। এরপর ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, প্রতিবন্ধী ঐ নারী সকালের দিকে কলেজ মোড়সহ পৃথক দুটি স্থানে চলন্ত বাসের নিচে ঝাঁপ দেওয়র চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে পুরাতন বাস স্ট্যান্ডে এসে বাসের নিচে মাথা ঢুকিয়ে দিলে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই সেখানে অসংখ্য মানুষ সমবেত হলেও মাথা থেঁতলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাকে কেউ শনাক্ত করতে পারেনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিচয় মেলেনি। তার মাথা ও মুখমণ্ড পৃষ্ট হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।