আরবান ডেস্ক : ফেনীর দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে আফরা নামে ৬ বছরের এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় শিশুটির গলা ও পা মোটা রশি (ফাঁসির রশি) দিয়ে বাঁধা ছিল। শিশুটি স্থানীয় নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটির গায়ে স্কুলের পোশাক পড়া ছিল।
ধারণা করা হচ্ছে, মেয়েটিকে হত্যা করা হয়েছে। দাগনভূঞা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।