প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে পূর্বধলা উপজেলা

0
44

মো: জায়েজুল ইসলাম: নেত্রকোণার পূর্বধলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১২৭টি পরিবার ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। এর মাধ্যমে এ পর্যায়ে পূর্বধলা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষনা করার প্রক্রিয়া এগিয়ে চলছে।
জানা গেছে, আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ১৮টি স্থানে ৪টি ধাপে ১২৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ২ শতক জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এর জন্য প্রায় পৌনে তিন কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন এই কাজের সাথে সম্পৃক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। প্রকল্পের সার্বিক কাজের দায়িত্বে ছিলেন উপজেলা প্রশাসন। তাদের সহযোগিতা করেন স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুধী সমাজ। পুরো কাজে উপজেলায় খাস জমি নির্বাচন, উদ্ধার এবং ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বন্দোবস্তের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। উপকারভোগী নির্বাচনে সহযোগিতা করেন স্থানীয় জনপ্রতিনিধিগণ। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া এসব গৃহে বসবাসকারী উপকারভোগীগণ বর্তমানে সুখ স্বাচ্ছন্দে দিন কাটাচ্ছেন। পুরো কার্যক্রমে বদলে গেছে তাদের জীবনের গল্প। যারা এক সময়ে অন্যের বাড়ীতে থাকত বা রাস্তায়-স্টেশনে রাত্রি যাপন করত তারা এখন হাফ বিল্ডিং ঘরসহ এক খন্ড জমির মালিক।

কুমারখালী আবাসন কেন্দ্রের উপকারভোগী মৎস্যজীবি সাবদুল আমিন, রিক্সা চালক আজীবর, দিনমজুর বকুল মিয়া, আনোয়ারা, রোকেয়া, রোমেল জানান, আমরা আগে অন্যের বাড়ীতে থেকে পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে দিনযাপন করতাম। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরে দিনযাপন করে অনেক সুখী।
নারায়নডহর আবাসন কেন্দ্রের উপকারভোগী অন্ধ ভিক্ষুক আব্দুস সাত্তার, রোমেলা আক্তার জানান, আমাদের ঘর ও জমি না থাকায় যেখানে সেখানে রাইত কাটাইতাম। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিছেন। এ জন্য শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা প্রাণভরে দোয়া করি।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করতে পশু-পাখি পালন, সেলাই প্রশিক্ষণসহ যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের বিনামূল্যে বিভিন্ন সময়ে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে কৃষি অফিসের তত্ত্বাবধানে বাড়ীর আঙ্গিনায় রোপণ করা হচ্ছে নানা প্রজাতির ফলের গাছ ও শাক-সবজি। এছাড়া শিক্ষা, বৈদ্যুতিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান ও পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন বলেন, সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য মানবিক উদ্যোগ। এর মাধ্যমে পূর্বধলা তথা সারাদেশ ভুমিহীন ও গৃহহীন মুক্ত হবে।
উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন। এ পর্যায়ের সারাদেশে ৩৯হাজার ৩শ ৬৫টি পরিবার এর আওতায় রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here