মোস্তাক আহমেদ খান : নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজের মালিকানাধীন ২টি পুকুর ২ লক্ষ ৫২ হাজার ৫ শত টাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে তিন বছরের জন্য ইজারা প্রদান করা হয়েছে। ডাকের মূল টাকার সাথে ভ্যাট আইটি যুক্ত করা হবে। পুকুর দুটির সর্বনিম্ন ভিত্তি মূল্য ছিল ২ লক্ষ ৫০ হাজার টাকা। পূর্বধলা সরকারি কলেজে পূর্ব নির্ধারিত সময় ২৭ জুন সোমবার বেলা ২ ঘটিকায় প্রকাশ্যে ইজারা ডাকে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এ ডাক সম্পন্ন হয়েছে। এতে সরকার পেল বিপুল পরিমাণ রাজস্ব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক রতন, প্রভাষক মোঃ এমদাদুল হক বাবুল, মোঃ ফজলুর রহমান, আবুল কালাম, আবু হানিফ তালুকদার রাসেল, উপ-সহকারী ভুমি কর্মকর্তা অমল বাবু প্রমুখ। এইদিন ফেরত যোগ্য পাঁচ হাজার টাকা করে জামানত দিয়ে ৩১ জন ব্যক্তি প্রকাশ্যে পুকুর ইজারা ডাকে অংশ নেন। পরে রাজপাড়া গ্রামের মৃত সৈয়দ সামছুদ্দিনের ছেলে সৈয়দ হাসানুজ্জামান রাফি পুকুর ২টি ২লক্ষ ৫২ হাজার ৫শত টাকা ডাক দেন। ওই টাকায় তিন বছরের জন্য তাঁকে পুকুর ২টি ইজরা দেয়া হয়।