নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাদেপুটিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সাংষ্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহায়তায় স্কুল ব্রিগেডের উদ্যোগে অনুষ্ঠানে আবৃত্তি, বক্তৃতা, একক অভিনয়, গান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কালের কণ্ঠের পূর্বধলা প্রতিনিধি ও মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির প্রোগ্রাম অফিসার নিঝুম সাংমা, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুল ইসলাম প্রমূখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরানো পত্রিকা