মোস্তাক আহমেদ খান : ঈদে শিশুদের আনন্দটাই বেশি। কিন্তু সুবিধাবঞ্চিত অনেক শিশু বঞ্চিত হয় ঈদ আনন্দ থেকে। তাই ওইসব শিশুদের মুখে হাসি ফোঁটাতে শিশুরাই নিয়েছে অনন্য উদ্যোগে। হত-দরিদ্র শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে শিশুদের উদ্যোগে বিতরণ করা হয়েছে নতুন জামা।
ব্যতিক্রমি এ উদ্যোগ নিয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজধলা কেন্দ্রীয় শিশু ফেরামের শিশুরা। তারা আজ রোববার হত-দরিদ্র ৩০ শিশুকে দিয়েছে নতুন জামা।
উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, ইয়ুথ এডভাইজারি কমিটির সভাপতি অপূর্ব সরকার, জাতীয় শিশু ফোরামের টেকনিক্যাল এডভাইজর নূর আলম নাহিদ, রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি উজ্জল মিয়া প্রমূখ।