সুহাদা মেহজাবিন : ভাষার জন্য যারা দিয়েছেন প্রাণ, যাদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল রাজপথ- সেই সব ভাষা শহীদদের রবিবার (২১ ফেব্রুয়ারি) বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। এরই প্রেক্ষিতে পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গন শহীদ মিনার চত্বরে প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা

নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপজেলা পরিষদের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার নেতৃতে অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। এরপর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।