মোস্তাক আহমেদ খান : নেত্রকোনার পূর্বধলা বাজার হতে লালমিয়ার বাজারে যাওয়ার পথেে ১টি ইউ ড্রেন ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল অযোগ্য হয়ে দূর্ভোগ চরমে। বুধবার (১৭ ফেব্রুয়ারী) সরেজমিনে দেখা গেছে, লাল মিয়ার বাজারের ৫০ গজ পশ্চিমে একটি ইউ ড্রেন ভেঙ্গে গেছে। যার ফলে সৃষ্টি হচ্ছে যানযটের। এক দিকের গাড়ি আসতে হলে অন্য দিকের গাড়ি থেমে থাকতে হচ্ছে। রয়েছে দূর্ঘটনার আশঙ্কা। এছাড়া পূর্বধলা হতে ময়মনসিংহ এবং নেত্রকোনা ও দুর্গাপুর যাতায়াত করতে এই রাস্তাটি বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানান, উক্ত ইউ ড্রেনটি ব্যবহার উপযোগী না থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও মহোদয়ের পরামর্শ ক্রমে প্রথমে ইটালি খোয়া দিয়ে ভরাট করে দিয়েছিলাম, এখানে এই ইউড্রেনের প্রয়োজন না থাকায় পুরোপুরি মাঠি দিয়ে ভরাট করে দেওয়া হবে। এতে জনদূর্ভোগ কমে যাবে।