মো: জায়েজুল ইসলাম : নেত্রকোনার পূর্বধলায় ১২ মে বৃহস্পতিবার নানা আয়োজনে আন্তর্জতিক নার্সেস দিবস পালিত হয়েছে। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং অফিসার বৃন্দের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল, র্যালী, আলোচনা সভা ও কেক কাটা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিতত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন স্যানিটারী ইন্সপেক্টর মো: হাসিম উদ্দিন খান, নার্সিং সুপারভাইজার শামছুন্নাহার, নার্সিং ইনচার্জ সাবিনা ইয়াসমীন, সিনিয়র স্টাফ নার্স রুমা সাহা, সিনিয়র স্টাফ নার্স আক্রাম হোসেন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স হাসিনা আক্তার, সিনিয়র স্টাফ নার্স সুজাতা তজু, আঞ্জুমান আরা খানসহ অন্যান্য নার্সবৃন্দ। এ সময় বক্তারা বলেন স্বাস্থ্য ব্যবস্থাপনায় নার্স নেতৃত্বের বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ানো ও নার্সদের অধিকার সংক্ষন করার আহবান জানান। আলোচনা শেষে সকলের অংশগ্রহনের কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়।