জিয়াউর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে “আইজি পদকপ্রাপ্ত” মোহাম্মদ শিবিরুল ইসলাম যোগদান করেছেন। এর আগে তিনি ১নং পুলিশ ফাঁড়ি, কোতোয়ালী ময়মনসিংহ এর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৩ ফেব্রুয়ারী ওসি মোহাম্মদ তাওহীদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করে নেত্রকোনা পুলিশ লাইনে বদলী করায় গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিদায়ি ওসি’র কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি ।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম ১৯৭৮ সালের ১৫ অক্টোবর ঢাকা জেলার মুন্সিগঞ্জ উপজেলার টঙ্গিবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ২০০১ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে মাস্টার্স শেষ করে ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে ডিএমপি কোতয়ালী’তে যোগদান করে কর্মজীবন শুরু করেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ গ্রচেষ্টা চালিয়ে যাবেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক।