মোস্তাক আহমেদ খান: নেত্রকোনার পূর্বধলায় রবিবার (২২ নভেম্বর) কলেজ রোডে আব্দুল মোতালেব (৫৭) এর বাসার কেচি গেইটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি হয়। গাড়িটির মালিক হাসান আহমেদ এবং সে আব্দুল মোতালেব এর জামাতা। গাড়িটি টিভিএস আরটিআর-১৬০ সিসি, রেজি নং- ময়মনসিংহ-ল ১১-৭৭৩১।
সূত্রে জানা যায়, রবিবার রাত ১০ ঘটিকার সময় আব্দুল মোতালেব এর জামাতা মোটরসাইকেলটি কেচি গেইটের ভিতরে তালাবদ্ধ অবস্থায় রেখে ঘুমিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে দেখে কে যেন মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এবিষয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।