মোস্তাক আহমেদ খান: কোভিড-১৯ করোনা’র টিকা-নিন, নিজে-বাঁচুন, পরিবারকে সুরক্ষিত করুন ও দেশকে সুরক্ষিত করুন-এ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আজ (১৭ ফেব্রুয়ারি) বুধবার সকালে উপজেলায় করোনাভাইরাসের টিকা গ্রহনে উদ্বুদ্ধকরণ বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উদ্বুদ্ধকরণ র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়েছে।
এ সময় র্যালিতে পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজেরা খাতুনসহ ইউনিয়ন দলনেতা-নেত্রী, কমান্ডার-সহকারী কমান্ডার এবং বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।