নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাঈদ খান রানা (২৩) এবং রোমন তালুকদার (২৬) নামে দুই মাদক কারবারীকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। শুক্রবার রাতে ১২ টায় উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা এলাকায় তাদের আটক করা হয়।
জানা যায়, আটককৃত আবু সাঈদ খান রানা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকার গ্রামের আ: লতিফ খানের ছেলে এবং রোমন তালুকদার উপজেলা আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আলা উদ্দিন ,এএসআই সালাহ উদ্দিন, শাহীনুল বারী, মিনহাজ, ফজলুল হক সঙ্গীয় ফোর্স ইয়াবাসহ তাকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।