সুহাদা মেহজাবিন : আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রধান সমন্বয়ক পূর্বধলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাননান খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৩১৮ এর সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান। আজকের আরবান পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।