মোস্তাক আহমেদ খান : নেত্রকোনার পূর্বধলায় দুই দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় ১৮টি স্টলে উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের আবিষ্কৃত যন্ত্রপাতি ও আইডিয়ার মডেল নিয়ে দুই দিনব্যাপি তারা তাদের আবিষ্কার প্রদর্শন করে।বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জিনিয়া জামান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার প্রমুখ। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান অধিকার করে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন ঘাগড়া দ্বী মূখী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেন পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে পূর্বধলা সরকারী কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেন হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ ও তৃতীয় স্থান অধিকার করেন রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের মাঝে শুভেচ্ছা পুরষ্কার বিতরণ করা হয়।