মোস্তাক আহমেদ খান : নেত্রকোণার পূর্বধলায় করোনাকালে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে মাস্ক ছাড়া চলাফেরা করছে অনেক মানুষ। এসব মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। তারপরও মানুষ স্বাস্থ্য বিধি না মেনে যাচ্ছেতাইভাবে চলাফেরা করছে। আজ রবিবার(২৩ জানুয়ারি) দুপুরে পূর্বধলা উপজেলার অলিগলি ঘুরে বেড়িয়েছেন উপজেলা নির্বাহি অফিসার উম্মে কুলসুম। এসময় তিনি মাস্কহীন নারী-পুরুষের সাথে কথা বলেন। তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

তিনি করোনার ভয়াবহতা সম্পর্কে তাদের ধারণা দিয়ে ভবিষ্যতের মাস্ক না পরে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। ইউএনও উম্মে কুলসুম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে। বিভিন্নভাবে প্রচার-প্রচারণাও চালাচ্ছি। মানুষজনকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি।