মোস্তাক আহমেদ খান : ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) পূর্বধলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় পূর্বধলা হাসপাতাল গেইটস্থ নিজস্ব কার্যালয়ে মোঃ আশরাফ উদ্দিন (পপুলার ফার্মাসিউটিক্যালস) এর সভাপতিত্বে আগামী (২০২২-২০০২৩) দুই অর্থ বছরের জন্য কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গণভোটে সর্বসম্মতিক্রমে মো: আরশাদুল হক সোহেল (কসমিক ফার্মাসিউটিক্যালস)-কে সভাপতি, আল মাসুদ বিশ্বাস (মেডিকন ফার্মাসিউটিক্যালস)-কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আনিসুর রহমান জুয়েল (শরীফ ফার্মাসিউটিক্যালস)-কে সাধারণ সম্পাদক, মামুন ইবনে আইয়ুব তানভীর(কেমিকো ফার্মাসিউটিক্যালস)-কে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণ কমিটি ঘোষণা করার কথা জানানো হয়।