আরবান ডেস্ক : আগামীকাল শুক্রবার (২৭ মে ) নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিভিন্ন এলাকায় সকাল ৬ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ ২৬ মে বৃহস্পতিবার নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি পূর্বধলা জোনাল শাখার এজিএম ফরহাদ মিঞার বরাত দিয়ে এই খবর জানানো হয়েছে। এজিএম ফরহাদ মিঞা জানান, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পূর্বধলা উপজেলার ৩৩ কেবি রক্ষণাবেক্ষন স্থাপনের লক্ষ্যে ৩৩ কেবি সার্কিট এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দেশের উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক ভাবে বিদ্যুৎ বন্ধের জন্য নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল শাখার এজিএম ফরহাদ মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন এবং তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে।