আরবান ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় এখন পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে এ হামলা চালায় পাকিস্তান।
আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তথ্য মতে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে হামলায় ৪১ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া কুনার প্রদেশে ৬ জন নিহত হয়েছেন।
এদিকে হামলার বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে পাকিস্তানের এই দাবি অস্বীকার করেছে তালেবান। সূত্র: আল জাজিরা