লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি : লৌহজং উপজেলার বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদুর রহমান শিপন মৃধা পদ্মা সেতুর আইন শৃঙ্খলার অধিকতর উন্নয়ন ও পুলিশের কার্যক্রমের জন্য পদ্মা উত্তর থানাকে একটি নতুন “পিক আপ ভ্যান” উপহার দেন।
মঙ্গলবার থানা প্রাঙ্গণে এ পিক আপ ভ্যানের চাবি পুলিশের অতিরিক্ত ডিআইজি জিহাদুল হক ও পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম কে হস্তান্তর করেন এভা গ্রুপের অন্যতম পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধা। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দে, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, লৌহজং পদ্মা থানা (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন ও লৌহজং থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবির সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।