শহীদুল ইসলাম, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : গত সপ্তাহে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা গোলা পানি বিপরীত সীমার উপর দিয়ে বৃদ্ধি পাওয়ায় মদন পৌরসভার বন্যার অবস্থা অবনতি হয়েছে। পৌরসভার ১,২,৫,৬,৭,৮,ও ৯ নং ওয়ার্ডে বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ বন্যায় প্লাবিত পানি বন্দী মানুষের পাশে থেকে সার্বক্ষণিক ভাবে শুকনো প্যাকেট খাবার ও চাউল দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
মেয়র সাইফুল ইসলাম সাইফ এ প্রতিনিধিকে বলেন, গত সপ্তাহে টানা ভারী পাহাড়ি বর্ষণে উজান থেকে নেমে আসা গোলা পানি বিপরীত সীমা অতিক্রম করায় মদন উপজেলা সহ পৌরসভায় বন্যার পানি প্লাবিত হয়ে পানি বন্দী মানুষ সহ গবাদি পুশু ও পুকুর ডুবে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। পৌরসভায় ৬টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১ হাজারেরও বেশি আশ্রয় নিয়েছেন। এ যাবত আমি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৫ টন চাউল ও ২০০ শত শুকনো প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। আমার পৌরসভার একটি মানুষ ও যেন অসহায় ও কষ্ট ভোগ না করে তার জন্য আমি সার্বক্ষণিক ভাবে বিভিন্ন ওয়ার্ডে যোগাযোগ করছি।