এ কে এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত বৃহস্পতিবার রাতে পূর্বধলা উপজেলার চৌরাস্তার সন্নিকটে ইলাশপুর নামক স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রোকন উদ্দিনকে (২৩) আটক করেছে।
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নূর এ আলম জানান, নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ফারং পাড়া গ্রামের মোঃ তারা মিয়ার পুত্র মোঃ রোকন উদ্দিন দীর্ঘদিন যাবৎ দূর্গাপুর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটের দিকে পূর্বধলা উপজেলার চৌরাস্তার সন্নিকটে ছোট ইলাশপুরস্থ লিটন মন্ডলের মার্কেট এর সামনে পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে রোকন উদ্দিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ১ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রোকন উদ্দিনের বিরুদ্ধে শুক্রবার মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়।