নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের অংশগ্রহনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিব্স-২০২১ উদযাপন করা হয়। দিবসের কর্মসূচীর মধ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলি,সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা সহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তি বর্গের উপস্থিতিতে সকল শহীদদের উদ্দেশ্যে মোনাজাত শেষে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।