নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।
বিরিশিরি কারিতাস আঞ্চলিক অফিস প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীন ও প্রতিবন্ধী ব্যাক্তিদের অংশগ্রহনে কারিতাস ইউনিয়ন ফোরামের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বিরিশিরি মিশন ধর্মপল্লীর ফাদার রেভা সেভাষ্টিন, শিক্ষক মাওলানা রমিজ উদ্দিন খাঁন দুলাল, শিক্ষক চিত্ত রঞ্জন সরকার, সাংবাদিক ধ্রুব সরকার, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার রোজিনা রংমা, মাঠ কর্মকর্তা ছবি ম্রং, জুনিয়র প্রোগ্রাম অফিসার এলতুস নকরেক প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত অংশগ্রহনকারীদের মাঝে শীতবস্ত্র বিতরন ও বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।