জেলার শ্রেষ্ঠ ওসি কলমাকান্দা থানার আবুল কালাম পিপিএম

0
72

মোঃ ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মনোনীত হয়েছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম। সোমবার অনুষ্ঠিত সভায় সংগঠিত অপরাধ পর্যালোচনায় ভালো কাজের মূল্যায়ন হিসেবে মনোনীত হন তিনি। অপরদিকে একই থানার এএসআই মামুন ইবনে হেলাল জেলায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল করায় তিনিও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। পরে বিকেলে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ দু’জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
মঙ্গলবার সকালে শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি আবুল কালাম পিপিএম যায়যায়দিন কে বলেন, আমি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here