মোস্তাক আহমেদ খান : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হাজী আমির উদ্দিন মুন্সি স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, পাঠ প্রতিযোগিতা, মোরগ লড়াই ও অসহায় পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বন্দেরপাড়া গ্রামে অবস্থিত পাঠাগার প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঠাগার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে গ্রন্থাগার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, পাঠ প্রতিযোগিতা ও মশারী বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। পাঠাগারটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এশিয়ান টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী আকন্দ,লেখক গবেষক আলী আহামদ খান আইয়ুব, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলি শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম রুমন, হাজি আমির উদ্দিন মুন্সি স্মৃতি পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রোকনসহ অনেকেই।
Home শিক্ষাঙ্গন জাতীয় গ্রন্থাগার দিবসে পুর্বধলায় হাজী আমির উদ্দিন মুন্সি স্মৃতি পাঠাগারে র্যালী, আলোচনা...