ছাত্রলীগ-যুব মহিলা লীগ; মহিলা আওয়ামী লীগকে সম্মেলন করতে নির্দেশ

0
143

আরবান ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নতুন নেতৃত্ব নির্ধারণে সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া একই নির্দেশ দেওয়া হয়েছে যুব মহিলা লীগ এং মহিলা আওয়ামী লীগকেও। বঙ্গবন্ধু এভিনিউয়ে মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নির্দেশনা দেন।
এছাড়া জাতীয় নির্বাচন বিষয়ে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ইভিএম এ নির্বাচন চায়। আর কিন্তু নির্বাচন কমিশনের কতটুকু সক্ষমতা আছে সেটা তাদের বিষয়।

জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে বিএনপির দর কষাকষি করে কোন লাভ নেই। তিনি বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ জানান।

সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here