গজারিয়ার হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৮ম ইয়োগা দিবস পালিত

0
256

মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনি‌ধি : মঙ্গলবার (২১জুন) বেলা ৩ ঘটিকায় হামদর্দ বিশ্ববিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রাণ গোপাল এমপি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ আমানুল্লাহ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনেরর দ্বিতীয় সচিব রাজেন্দ্র সিং, মুল বক্তব্য রাখেন আইয়ুশ মন্ত্রণালয় ইন্ডিয়া ও ইউনানী চেয়ারম্যান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ড. মুনোয়ার হোসাইন কাজমী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডীন, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয় অধ্যাপক ড. একে আজাদ খাঁন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয় এর বোর্ড অফ ট্রাস্টি লেঃ কর্ণেল (অবঃ) জহিরুল আলম, মুন্সীগঞ্জ সদর সার্কেল এর এএসপি মিনহাজুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী প্রমুখ ব্যাক্তিবর্গ সহ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here