ক্লাসেন ঝড়ে প্রোটিয়াদের ৪ উইকেটের দুর্দান্ত জয়

0
48

আরবান ডেস্কঃ সিরিজ জয়ের সুযোগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সেট হয়ে আউট হয়েছেন। কেবল ব্রেন্ডন কিং প্রত্যাশা মিটিয়েছেন। তার ব্যাটে ২৬০ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।
জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ওই বিপর্যয়ে দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হেনরিক ক্লাসেন। তার সেঞ্চুরিতে ২৯.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে প্রোটিয়ারা। তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতা করেছে।

শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৯ রানে কাইল মেয়ার্সকে হারায়। তিনি ১৪ রান করেন। তিনে নামা সামারাহ ব্রুক ১৮ ও চারে নামা শেই হোপ ১৬ রান করে আউট হন। তার আগে ওপেনার ব্রেন্ডন কিং ৭২ বলে ১১ চার ও এক ছক্কায় ৭২ রান করেন।
এরপর নিকোলাস পুরান ৩৯ ও জেসন হোল্ডার ৩৬ রান করলে লড়াই করার পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। আকিল হোসেন ১৪ ও ওডেন স্মিথ ১৭ রান করেন। তবু ১০ বল থাকতে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৮৭ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটন ৩, টনি জর্জি ২১ ও রেসি ফন ডার ডুসন ১৪ রান করে আউট হন। অধিনায়ক এইডেন মার্করাম করেন ২৫ রান। পাঁচে নেমে হেনরিক ক্লাসেন ঝড় শুরু করেন। কিন্তু তাকে রেখে আবার আউট হন ডেভিড মিলার। তিনি করেন ১৭ রান।
সতীর্থদের ওই আউট হওয়ায় ভ্রুক্ষেপ করেননি ক্লাসেন। দিনটা নিজের তিনি বোঝহয় বুঝে গিয়েছিলেন। এক প্রান্ত থেকে ঝড় শুরু করে তিনি ৬১ বলে ১১৯ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন। ১৫টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান এই উইকেটরক্ষক। সাতে নামা মার্কো জাননেস ৩৩ বলে ৪৩ রানের ইনিংস খেলে তাকে সঙ্গ দেন।
ক্লাসেন ওই ইনিংসের পথে ৫৪ বলে সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে যা চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি। প্রোটিয়াদের মধ্যে তার চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্সের (৩১ বলে ১৪৯), মার্ক বাউচার (৪৪ বলে ১৪৭) ও ভিলিয়ার্সের (৫২ বলে ১৬২)।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here