সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার চতুর্থতম ডিজিটাল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরে এক সেমিনারে সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কেন্দুয়া শাখার সহকারী প্রোগ্রামার মোঃ আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বজলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কাশেম আকন্দ ও শিক্ষার্থী স্বর্ণকিশোর আফনান ভূঞা নাবিল প্রমুখ। পরে উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।