মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় শনিবার রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ ও কলমাকান্দা জিসি মধ্যনগর ভায়া রঘুরামপুর আরসিসি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ মানু মজুমদার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আজাদ, নূরুল ইসলাম কমান্ডার, ইদ্রিস আলী, ইসলাম উদ্দিন, শামীম আহম্মেদ, গাজীউর রহমান, মিজানুর রহমান সেলিম ও উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন আহম্মেদ।