কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দায় ২১১টি ঘরের উদ্ভোধন করেন। পরে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, ইউএনও আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, পুলিশ পরিদর্শক খোকন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।