এবার ওমরাহ করতে চান রাখি সাওয়ান্ত

0
68

আরবান ডেস্ক : প্রেমিক আদিল দুরানিকে বিয়ের পর হানিমুনের আগে ওমরাহ করবেন বলে জানিয়েছেন বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার মতে, ওমরাহ করতে গেলে নিজেদের সম্পর্ক আরও মজবুত হবে। যা দুনিয়ার কোনো শক্তি ভাঙতে পারবে না। রাখি ও তার স্বামী আদিল খান দুররানি সম্প্রতি বিয়ের কথা জানানোর পর থেকে তার ভক্তরা কোথায় হানিমুনে যাবেন- এমন প্রশ্নবাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে জর্জরিত করছিলেন। এর প্রেক্ষিতে রাখি টুইটারে ওমরাহ করার কথা জানিয়েছেন। টুইটে তিনি বলেন, আমরা প্রথমে ওমরাহ করতে যাব। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, একবার সম্পর্কটি সেখানে সিল হয়ে গেলে কেউ এটি ভাঙতে পারবে না। উল্লেখ্য, গত বছরের ২৯ মে ইসলামি নিয়ম মেনে বিয়ে করেন রাখি ও আদিল। বিষয়টি নিকাহনামায় ‍উল্লেখ রয়েছে বলে জানা গেছে। এদিকে, গুজব ছড়ানোর অভিযোগে শার্লিন চোপড়ার করা অভিযোগের ভিত্তিতে রাখিকে আটক করেছিল মুম্বাই পুলিশ। গত বৃহস্পতিবার রাখিকে আটক করে মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ। যদিও জেরার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here