আরবান ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগন সহ দেশ-বিদেশে থাকা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সকল নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, সমাজকর্মী ও যুব সংগঠক রাশেদ খান সুজন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সংযম সাধনা শেষে এসেছে আনন্দময় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনটাই প্রত্যাশা। আসুন আমরা আমাদের স্বার্থপরতা, হিংসা-বিদ্বেষ, ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি এবং নৈকট্য লাভ করি। আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে এই তাওফিক দান করুন।
বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের নাজুক অবস্থায় পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, জাতি-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবনে বয়ে আনুক কল্যাণ, সুখ, সমৃদ্ধি ও আনন্দের বার্তা —– আমীন।
শুভেচ্ছান্তে,
রাশেদ খান সুজন
সমাজকর্মী ও যুব সংগঠক।