ইউক্রেনের বিমানঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

0
93

আরবান ডেস্ক : ইউক্রেনের বন্দরনগরী ওডেসার কাছে এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (২১ জুন ) আল জাজিরার লাওভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কৃষ্ণ সাগরে গ্যাস উৎপাদন প্ল্যাটফর্মে ইউক্রেনের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধে বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত আরও বেড়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here