নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রোগ্রাম বাস্তবায়ন করছে বেসরকারী সংস্থা একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস-আরবান। আটপাড়া উপজেলা পরিষদের সামনে আরবানের নিজস্ব কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসুচীর আয়োজন করা হয়।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক মো : রুহুল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো আলী আকবর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান খান, আরবান এর নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান ও সেরা এর নির্বাহী পরিচালক এস.এম মজিবুর রহমান প্রমুখ। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন শিক্ষিকা ও ৫ জন সুপারভাইজার অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।