ইকবাল হোসেন ভূঁইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে উপজেলা প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালনে তৎপর। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ যোগদানের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ শুরু করেন। ফলে প্রতিষ্ঠান গুলোতে ছাত্র ছাত্রী হাজিরা বৃদ্ধি, শিক্ষকদের নিয়মিত ও সঠিক সময়ে বিদ্যালয়ে গমন ও শিক্ষার্থীদের পাঠদানে মান উন্নত, দুর্বল শিক্ষার্থীদের বাড়তি সময় পাঠদানের ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে শৃংখলতা অনেকাংশে বৃদ্ধিসহ শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের পাঠদান গ্রহণের প্রতি আগ্রহ বাড়ছে। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রশাসনের গুরুত্ব সহকারে পরিদর্শন ও পর্যবেক্ষনের অংশ হিসেবে গত ১লা আগস্ট বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান খান, একাডেমিক সুপারভাইজার রুপা নন্দী চষে বেড়াচ্ছেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। এরই অংশ হিসেবে ২রা আগষ্ট মঙ্গলবার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়, সুখারী দাখিল মাদ্রাসা, ধর্মরায় উচ্চ বিদ্যালয়, ইকরাটিয়া আনোয়ারা আব্দুল আজিজ মেমোরিয়াল বালিকা বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আতিকুর রহমান খান পরিদর্শন করেন। অপর দিকে দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরির্দশক রুবী আক্তার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রুপা নন্দী পরিদর্শন করেন। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পাঠদানের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তাঁরা পরিদর্শন কালীন সময়ে প্রতিটি শ্রেণি কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের সাথে শ্রেণি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তাছাড়া সকল শিক্ষকদের সাথে ইন হাউজ প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরছেন।