ইকবাল ভূঁইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ১৭ই ফেব্রুয়ারি বুধবার ফসল রক্ষা বাঁধ প্রকল্পের কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বানিয়াজান ইউনিয়নের ১নং ওয়ার্ড মোহড়াকান্দা ও আটিকান্দা গ্রামের পার্শে সুমাইখালী খাল সংলগ্ন এই ফসল রক্ষা বাঁধটি নির্মিত হচ্ছে। ফসল রক্ষা বাঁধ প্রকল্পের জন্য পানি উন্নয়ন বোর্ড এবার সাত লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বানিয়াজান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রেনু মিয়া জানান,প্রকল্প বাস্তবায়নের ফলে অত্র এলাকার কৃষকের ফসল আগাম বন্যা হতে রক্ষা পাবে। এরই প্রেক্ষিতে এবার ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ টি সঠিক সময়ে শুরু হয়েছে। আশাকরি চলতি মাসে কাজটি সম্পন্ন হবে।