ইকবাল ভূঁইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় গাভুরকাছ গ্রামে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে রিটন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি।
গত রবিবার (১০ জানুয়ারী) সকাল আনুমানিক ১১টায় উপজেলার বানিয়াজান ইউনিয়নের গাভুরকাছ গ্রামে এই ঘটনাটি ঘটে।
রিটন মিয়া (৪৫) গাভুরকাছ গ্রামের সোনা মিয়ার ছেলে। সে উপজেলার ইটাখলা বাজারের খাবার ও চায়ের দোকান করত ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রিটন ইটাখলা বাজারে খাবার হোটেল ও চায়ের দোকান চালানো কালীন সে মোবাইলে জুয়া খেলায় আসক্ত হয় । আর এর ফলে সে অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে যায়। রিটন মিয়া দেনার টাকা পরিশোধের কোন প্রকার উপায় না পেয়ে অপমানিত হয়ে গত রবিবার নিজ ঘরের ভিতরে দরজা বন্ধ করে ঘরের আড়ায় ফাঁস লেগে আত্মহত্যা করে।নিহতের স্ত্রী কবিতা আক্তার জানান, আমার স্বামী ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লজ্জায় সে আত্মহত্যা করেছে। আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।