আটপাড়ায় আরবান কর্তৃক সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম এর কর্মশালা অনুষ্ঠিত

0
343

ইকবাল ভূঁইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ২৮শে জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টায় আরবান কর্তৃক সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম এর এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে এ অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী খায়রুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম এর বাস্তবায়নকারী সংস্থা আরবান এর নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান আরিফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক বিএম রেজাউল হাবিব ভূইয়া কামাল, উপজেলা শিক্ষা কমিটির এমপি মনোনীত

সদস্য শাহজাহান কবীর, রোকনউজ্জামান রোকন সহ কমিটির সকল সদস্যবৃন্দ, লুনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাহফুজুল ইসলাম খান শিরিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম এর জেলা প্রোগ্রাম ম্যানেজার আলী উসমান, উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেকেন্ড চান্স এডুকেশন প্রোগ্রাম এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এ কেএম রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকেন্ড চান্স এডুকেশন এর আটপাড়া উপজেলার প্রোগ্রাম ম্যানেজার আবুল আরশাদ।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগীতায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ৮থেকে ১৪ বছরের ঝরেপড়া শিশুদের শিক্ষার মূল স্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here