ইকবাল ভূঁইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় প্রাণিসম্পদ অংগের আওতায় ভ্যকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় সকল ইউনিয়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় শুনই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১২ইডিসেম্বর মঙ্গলবার এলাকার গরুর বিনামূল্যে বিভিন্ন রোগের ভ্যাকসিন, ঔষধ এবং চিকিৎসা প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ ২ প্রোগ্রাম এর আওতায় গরু পালনকারীদের বিনামূল্যে এ সেবা দেওয়া হচ্ছে। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ (এল এ টি পী) কর্মকর্তা সাঈফ মোোহাম্মদ ইমন, প্রকল্পের ২ নং শুনই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সিল মোহাম্মদ আলী আমজাদ।