Home খেলা অবশেষে পাকিস্তানে টেস্ট খেলতে রাজি হলো বাংলাদেশ

অবশেষে পাকিস্তানে টেস্ট খেলতে রাজি হলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দুই বোর্ডের মাঝে চলমান বিতর্কের অবসান হলো। পাকিস্তানে টেস্ট খেলতে যেতে রাজি হয়েছে বাংলাদেশ। পিসিবির বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো। শুধু ২টি টেস্টই নয়, ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ১টি ওয়ানডে ম্যাচও হবে। তবে এসব কিছুই হবে তিন দফার সফরে! আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে এ সিরিজ অনুষ্ঠিত হবে। দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের দুই দেশের বোর্ডের সভাপতির উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে।
পিসিবি জানিয়েছে, আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে আবারও টাইগাররা যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিণ্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ শেষে দেশে ফিরবে টাইগাররা।
এরপর আবারও এপ্রিলে পাকিস্তান সফর করবে বাংলাদেশ! ওই দফায় অনুষ্ঠিত হবে একটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ। করাচিতে একমাত্র ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। তারপর একই ভেন্যুতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৫ এপ্রিল থেকে, চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এই সূচিতে উভয় দেশেরই অবস্থান ঠিক রয়েছে বলে মনে করছে পিসিবি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-

জনপ্রিয় সংবাদ

মদনে নলকূপ বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান

শহীদুল ইসলাম, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলায় গত ৭ জুলাই মঙ্গলবার সদর ইউনিয়নে কুলিয়াটি গ্রামে প্রয়াত সাংবাদিক শাহজাহান ভূঁইয়ার বাড়িতে...

উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ডি.এম.শামীম

আরবান ডেস্ক : রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের উদ্যোগে এই মতবিনিময় সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা...

টঙ্গিবাড়ী গোপীনপুরে প্রতিপক্ষের দখলের ভয়ে রাত জেগে জমি পাহারা

মোঃ লিটন মাহমুদ, মুন্সীগন্জ প্রতিনিধি : মুন্সীগন্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার গোপীনপুরে এলাকায় প্রতিপক্ষের দখলের ভয়ে রাত জেগে জমি পাহারা দিচ্ছেন জমির প্রকৃত...

নেত্রকোনার মোহনগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি; কৃষকরা আতংকে

এ কে এম আব্দুল্লাহ্, বিশেষ প্রতিনিধি : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার করাচাপুর গ্রামে একটি সংঘবদ্ধ চুরের দল শুক্রবার রাতে আঙ্গুর মিয়ার বাড়ী...

মতামত

Print Friendly, PDF & Email